পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীর মামলা স্বামী মো. ইয়াসিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নারী নির্যাতনসহ একাধিক সন্ত্রাসী মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ উপজেলার তুষখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইয়াসিন এক মাদকসেবী ও তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার মধ্য তুষখালী গ্রামের হাফেজ খানের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইয়াসিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর, ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, যৌতুক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসায় মানুষের কাছে ত্রাস হিসেবে পরিচিত। এমনকি নেশার টাকার জন্য ইয়াসিন তার বাবা-মায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।
সর্বশেষ স্ত্রী শিউলী বেগমের (২০) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইয়াসিন একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদকসেবী। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।