পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুলিশের অভিযানে নাম আনিস মৃধা নামে এক মাদক ব্যবসায়ি দুই কেজি গাঁজাসহ আটক হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বকসির ঘটিচোরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বরিশালটাইমসকে জানান, রাত সাড়ে ৯টার দিকে থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আনিসকে আটক করা হয়েছে। ওই সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।’
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে শুক্রবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
বরিশালের খবর