পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এহসানুল হক মন্টুকে (২৯) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে পৌর শহরের কে এম লতিফ মেডিসিন মার্কেট এলাকা থেকে তাকে ৭৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ছাত্রলীগ নেতা মন্টু উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন বরিশালটাইমসকে জানান গোপন সংবাদে রাত ৯টার দিকে খাদিজা মেডিক্যাল হলের সামনে মন্টুর দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় ৭৪ টি ইয়াবা ট্যাবলেটসহ মন্টুকে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
পিরোজপুর