১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মঠবাড়িয়া এইচএসসি পরীক্ষার্থীদের হয়রাণি বন্ধে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৩ অপরাহ্ণ, ০৯ এপ্রিল ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের হয়রাণির প্রতিবাদ ও দুই হল পরিদর্শককে পরীক্ষার হল থেকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে অন্তত ৫শতাধিক শিক্ষার্থীরা। রোববার দুপুরে পৌর সভার সম্মুখে এ মানববন্ধনের একাত্মতা প্রকাশ করে অংশ নেয় উপজেলা ও কলেজ ছাত্রলীগ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজাম, সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তূজা, পরীক্ষার্থী রিফাত, মামুন, হিমেল, আশা মনি এবং মিম আক্তার প্রমুখ।

বক্তারা ফরাজী কলেজের প্রভাষক সেলিম মিয়া ও রবীন্দ্রনাথকে পরীক্ষার সকল কার্যক্রম  থেকে দ্রুত প্রত্যাহার ও পরীক্ষার্থীদের হয়রানী বন্ধ না করলে পরীক্ষায় অংশগ্রহণ না করার হুমকি দেয়। এবং মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষের কাছে স্বারক লিপি প্রদান করে অবিলম্বে তার হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে সরকারী কলেজের অধ্যক্ষ এইচএম খালেদ বরিশালটাইমসকে জানান- অভিযুক্তদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

গত শনিবার চলমান এইচএসসি ইংরেজী ২য় পরীক্ষায় মহিউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ আজিমুল হক, দুই হল পরিদর্শকের অসৌজন্যমূলক আচারণ এবং পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট পূর্বে উত্তরপত্র কেড়ে নেন তারা।”

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন