বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৭:২৫ অপরাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাথরঘাটা সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, পাথরঘাটা উপজেলা বি এন পির সাবেক সভাপতি, জননেতা এম মতিউর রহমান মোল্লা মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাওলানা শামীম আহমেদ।
আজ এক শোক বার্তায় মাওলানা শামীম আহমেদ বলেন, জ্ঞানী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি তার উপজেলার জনগণের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলেন ও জনগণের জন্য নিঃস্বার্থ কাজ করেছেন। পাথরঘাটা উপজেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হলো মতিউর রহমানের মৃত্যুতে।
মাওলানা শামীম আহমেদ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা এম মতিউর রহমান মোল্লা মৃত্যুতে।