বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ অপরাহ্ণ, ১১ ডিসেম্বর ২০২৩
মতিঝিলে দাঁড়িয়ে থাকা ব্যাংকের স্টাফ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে দাঁড়িয়ে থাকা একটি ব্যাংকের স্টাফ বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।সোমবার (১১ ডিসেম্বর) বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে দাঁড়িয়ে থাকা একটি ব্যাংকের স্টাফ বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। আগুন লাগার কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।