‘মদ নয়, দুধ খাও’ বিজেপির উমা ভারতীর মন্তব্য ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের বিজেপির সিনিয়র নেত্রী উমা ভারতী মধ্যপ্রদেশে ওরছা শহরে একটি মদের দোকানের সামনে মন্তব্য মদ পান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ‘মদ নয়, দুধ খাও।’ তার এমন মন্তব্যের পর শোরগোল পড়েছে। খবর এনডিটিভির।
দেশটির সাবেক এই মুখ্যমন্ত্রী বিজেপি-শাসিত রাজ্যে মদ পানের বিরুদ্ধে প্রচারণার নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি এটাও বলেন, সরকারের মদ্যপানের অভ্যাসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।
ওরছার ইন্ডিয়ান মেড ফরেন লিকার (আইএমএফএল) দোকানের সামনে তিনি স্লোগান দেন, ‘মদ নয়, দুধ খাও’। এর আগে গত বছরের জুনে বিজেপি এই নেত্রী এই মদের দোকান লক্ষ্য করেই গোবর ছুড়ে মারেন। এ ছাড়া গত মার্চ মাসে মদের দোকানে পাথরও ছুড়ে মারেন উমা।
আন্তর্জাতিক খবর