মধ্যরাতে মেঘনার চরে আটকা বরিশালগামী সুন্দরবন লঞ্চ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানী ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে চাঁদপুর জেলার মেঘনা নদীর তীরবর্তী চরে আটকে যায় এমভি সুন্দরবন-১১ লঞ্চ। এতে লঞ্চটিতে থাকা ৪০০ যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে অবশ্য এমভি সুরভি-৭ জাহাজ দিয়ে তাদের উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
চরে আটকে যাওয়া লঞ্চের মাস্টার আলম সর্দার বরিশালটাইমসকে জানান, মঙ্গলবার মধ্যরাতে আনুমানিক ৪০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চাঁদপুরের মোহনপুরের কাছে পৌঁছানোর পর অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে নিয়ন্ত্রণে নিতে লঞ্চটিকে চরের দিকে নিয়ে যাই।
ফারুক হোসেন নামে লঞ্চের এক যাত্রী জানান, রাত ১১টার দিকে লঞ্চটিতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং দিবাগত রাত ১২টার দিকে লঞ্চটি চরে আটকে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্টরা জানান, ওইদিকে যাওয়ার সময় এমভি সুন্দরবন-১১ লঞ্চটিকে আটকে থাকতে দেখে যাত্রীদের উদ্ধারে ছুটে যায় এমভি সুরভি-৭ জাহাজটি। দিবাগত রাত ২টার দিকে এমভি সুন্দরবন-১১ লঞ্চের সব যাত্রীকে উদ্ধার করা হয়।
শিরোনামবরিশালের খবর