১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
দেশ থেকে যে টাকা পাচার হয়েছে, তা দিয়ে ৬৫টা পদ্মা সেতু করা যেতো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যবসায়ীকে ৩ মাসের জেল যশোরের শার্শায় প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা আওয়ামী লীগ-বিএনপি দুটাই অত্যাচারী: ফয়জুল করিম ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন: সভাপতি শামীম শিকদার, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু

মনপুরায় গাঁজা সেবনের সময় আটক দুই যুবককে জরিমানা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:০৪ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০২৪

মনপুরা (ভোলা) প্রতিনিধি।। ভোলার মনপুরায় গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিক লাল হালদারের নের্তৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন বাগান থেকে এই দুই যুবককে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকসেবি দু’জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩০০০ টাকা করে ৬০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান।

আটককৃত দু’জন হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ইশ্বরগঞ্জ গ্রামের মোঃ মালেকের ছেলে মোঃ মিরাজ (২৭)। এবং কলাতলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ বেচু মিয়া (৩০)।

এব্যাপারে অভিযান পরিচালনাকারি এসআই মানিক লাল হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়।

সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক সেবন অবস্থায় দুই যুবককে আমরা আটক করি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়।

71 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন