বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২৪
মনপুরা (ভোলা) প্রতিনিধি।। ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪’ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন তিনি।
শনিবার (২৬ অক্টোবর) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজার ও জনতাবাজারে তিনি এই অভিযান পরিচালনা করেন।
এসময় কোড়ালিয়া বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এবং সাগর নামের এক জেলের কাছে থেকে কিছু জাল জব্দ করা হয়। আটক জেলেকে ২০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়াও শনিবার দিবাগত রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়।
এদিকে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪” উপলক্ষে জেলা প্রশাসক’র মনপুরা আগমনকে কেন্দ্র করে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ১২ টায় উপজেলার জনতাবাজার মাছ ঘাটে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান’র সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আজাদ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, তজুমুদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির, ভোলা নৌ কন্টিন্জেন্ট কমান্ডার, তজুমুদ্দিন ও মনপুরা মেরিন ফিশারিজ অফিসার ও ক্ষেত্র সহকারীবৃন্দ প্রমূখ।