১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মনপুরায় তিনটি দোকানের ঝাপ কেটে দুর্ধর্ষ চুরি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩২ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০২৪

মনপুরা (ভোলা) প্রতিনিধি:: ভোলার মনপুরায় তিনটি দোকানের ঝাপের টিন কেটে দুর্ধর্ষ চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। এসময় চোররা দোকানগুলোতে ঢুকে তিনটি ব্যাটারি, নগদ অর্থসহ মালামাল চুরি করে নিয়ে যায়। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা পরিষদের পেছনে অবস্থিত দুইটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলেন, মো. শাহাবুদ্দিন ও মো. ইলিয়াসের কম্পিটারের দোকান এবং মো. জাকিরের চায়ের দোকান।

এ ব্যাপারে চুরি হওয়া কম্পিউটার দোকানের মালিক মো. শাহাবুদ্দিন এবং ইলিয়াস জানান, আমরা বুধবার দিবাগত রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে স্থানীয়দের ফোন পেয়ে জানতে পারি আমাদের দোকান চুরি হয়েছে। এসে দেখি আমাদের দোকানের ঝাপের টিন কেটে দুটি আইপিএস ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এবং ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায় চোরেরা।

পাশাপাশি চুরি হওয়া চায়ের দোকান মালিক জাকির জানান, আমার দোকানের বেড়ার টিন কেটে একটি ব্যাটারি, ৪০ হাজার টাকার দেশি-বিদেশি সিগারেট ও ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় মনপুরা থানায় অভিযোগ প্রক্রিয়া চলছে,  জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, তিনটি দোকান চুরির ব্যাপারে আমাকে জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

78 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন