বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:০৪ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি।। ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ ছালাউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সঞ্চালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ সালেহ উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাকসুদুর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, চরফ্যাশন-মনপুরার উন্নয়নের রুপকার, একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম আলম এর একান্ত প্রচেষ্টায় তার মায়ের নামে ২০০১ সালে এই কলেজ প্রতিষ্ঠা করেন।
তখন কলেজের গভর্নিংবডির সভাপতি নির্বাচন করা হয় মরহুম ছালাউদ্দিন চৌধুরীকে। তার একাগ্রতায় কলেজটি নারীদের উচ্চ শিক্ষার প্রসারে এগিয়ে যায়। এছাড়াও তিনি মনপুরা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
এবং সর্বশেষ তিনি উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি থাকাকালীন মারা যান। তিনি কাডানায় এক সড়ক দূর্ঘটনায় ৫ বছর পূর্বে মৃত্যুবরন করেন।
এছাড়াও তিনি অত্যন্ত সদালাপি, বিনয়ী, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানবিক মানুষ ছিলেন। যার জন্য আজও তিনি মনপুরার মানুষের মনে ভালোবাসার মানুষ হিসেবে স্থান করে আছেন। এবং ১ নং মনপুরা ইউনিয়নে তিনি একাধিকবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মোনাজাতে মরহুমের রূহের মাগফেরাত কামনা, পরপারে শান্তি কামনা ও জান্নাত নসীবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
সভায় বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ ফারুক হোসেন ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জুড়ান চন্দ্র মজুমদার। এসময় কলেজের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থিবৃন্দ উপস্থিত ছিলেন।