ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে অগ্নিকান্ডে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়ে বলে দাবি করেছেন ব্যবসায়িরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- বাজারের ব্যবসায়ী মো. আব্বাস মিয়ার মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের মো. আব্বাস মিয়ার মোবাইল সপ, মো. জাফরের ফুলকলি স্টোর, ফারুক গার্মেন্টস, তারেক স্টোর, চানমিয়া গার্মেন্টস, আব্দুর রহমানের ফলের দোকান, মো. হাসানের ফলের দোকান, হোসেন গার্মেন্টস এবং মুকুল বেকারিতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ব্যবসা-প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ স্থানীয় জনগণ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বরিশালটাইমসকে জানিয়েছেন, তাদের ক্ষয়-ক্ষতির পরিমাল এক কোটি টাকার বেশি হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহীন খান বরিশালটাইমসকে জানান, ফায়ার সার্ভিস প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষয়-ক্ষতির পরিমাণ যাচাই করে তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।’’
শিরোনামভোলা