মনপুরায় মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
মনপুরা (ভোলা) প্রতিনিধি:: ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মনপুরা থানার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইভটিজিং, যৌন হয়রানি, নারী নির্যাতন, নারীদের উচ্চ শিক্ষা ও সামাজিক ভূমিকা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জুড়ান চন্দ্র মজুমদার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন মনপুরা থানার সহকারি পুলিশ পরিদর্শক লুৎফর রহমান, মোঃ মনির, লিটন চন্দ্র দাস ও কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিভাগের খবর, ভোলা