ভোলা: ভোলার মনপুরায় যাতায়াতের নিরাপদ বাহন যাত্রীবাহী সি-ট্রাক এস.টি শহীদ শেখ জামাল বন্ধ থাকায় জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে উভয় পাড়ের হাজারো যাত্রী। রমজান মাসে সি-ট্রাক বন্ধ থাকলে ব্যবসায় ভাটা পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (১০ জুন) সকাল থেকে যান্ত্রিক ক্রুটির করণে বন্ধ রয়েছে যাত্রীবাহী সি-ট্রাকটি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ জুন) ভোলার তজুমুদ্দিন থেকে মনপুরায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সি-ট্রাকটির। পরে সেটি উপজেলার হাজিরহাট ঘাটে দ্রুত ভিড়ানো হয়। পরে ইঞ্জিনিয়ার জানায় সি ট্রাকটির অয়েল পাম্প সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ জন্য শুক্রবার থেকে যাত্রী পারপার বন্ধ রাখে সি-ট্রাক কর্তৃপক্ষ।
যাত্রীরা অভিযোগ করেন, প্রতি মাসেই কোনো না কোনো অজুহাতে বন্ধ থাকে যাত্রীবাহি সি-ট্রাক। ওই রুটে কবে নাগাদ সি-ট্রাকটি চালু হবে জানাতে পারেননি বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।
সি-ট্রাকের টেন্ডার পাওয়া এস.কে ট্রের্ডাসের কর্মকর্তা রাব্বি জানান, ঢাকা থেকে পাম্পের পাইপ আসলে মেরামত শেষ করে দু’একদিরে মধ্যে ফের সি-ট্রাকটি চালু করা হবে।
খবর বিজ্ঞপ্তি, ভোলা