বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:৪১ অপরাহ্ণ, ২৬ মে ২০২১
আপডেট:
মনপুরায় একাধিক বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর প্লাবিত, পানিবন্দি মানুষ, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের ব্যাপক সংকট
সীমান্ত হেলাল, মনপুরা >> ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা দুই দিনে মেঘনার জোয়ার স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩/৪ ফুট বেশি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও একাধিক বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে উপকূলের বহু ঘরবাড়ি। বেশিরভাগ বাড়ি ঘরে চুলো ডুবে যাওয়ায় রান্না করতে না পারায় অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে পানিবন্দি এলাকার মানুষ।
এদিকে রাতের জোয়ার ও বুধবার দুপুরের জোয়ারে উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।
এদিকে বেড়িবাঁধ না থাকায় বিচ্ছিন্ন কলাতলীর চর, ঢাল চর, চর সামছুদ্দিন, চর নিজামসহ বিভিন্ন চরাঞ্চলের শতশত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এসব চরের বাসিন্দারা।
এছাড়াও জোয়ারে প্লাবিত হয়ে টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। খালবিল ডুবে থাকায় বৃহৎ আকারে দেখা দিয়েছে গো-খাদ্যের অভাব। বেশিরভাগ গবাদী পশু রাস্তায় দেখা গেছে।
এদিকে ভেঙে যাওয়া বেড়িবাঁধের বিভিন্ন অংশে মাটি ভরাট করে মেরামতের কাজ চলছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীকূলবর্তি বিভিন্ন এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে এনে রাখা হয়েছে। সাইক্লোন সেন্টারে থাকাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনার জোয়ারের প্রবল স্রোতে বেড়িবাঁধগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে দুর্যোগ পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হবেনা। বিচ্ছিন্নভাবে আমাদের কাছে বিভিন্ন ক্ষয়ক্ষতির তথ্য আসছে।