৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মনোনয়ন বঞ্চিত হলে বরিশালে জাপা নেতা ঝুনুর বিদ্রোহের ঘোষণা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৩ অপরাহ্ণ, ২০ জুন ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলে নেতাকর্মীদের নিয়ে গণপদত্যাগসহ বিদ্রোহী প্রার্থী হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ ঝুনু। বুধবার (২০ জুন) দুপুরে শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে ঝুনু দাবি করেন- যাকে বরিশালের মানুষ চেনেন না। যিনি কখনও বরিশালের মানুষের পাশে ছিলেন না। অথচ এ ধরনের একজন মানুষকে বরিশালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী করার ষড়যন্ত্র চলছে। এসময় ঝুনু প্রশ্ন রেখে বলেন সারা জীবন জাতীয় পার্টির জন্য কাজ করে কি পেয়েছি?

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যবসায়ী ইকবাল হোসেন তাপসের নাম শোনা যাচ্ছে। তার ছবি ও নাম সংবলিত বিলবোর্ড-পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে গোটা নগরী।

এমন পরিস্থিতিতে ঝুনু সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির থেকে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে জোর দাবি তুললেন। এই দাবি বাস্তবায়ন না হলে গণপদত্যাগসহ বিদ্রোহী প্রার্থী হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ওই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন