বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০২:২১ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন আন্দোলনকরীরা। আজ রোববার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে এঘটনা ঘটে।
এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। এলাকাটিতে আইজিপি, বিভাগীয় কমিশনারের কার্যালয় ডিবি অফিসসহ বেশ কয়েকজন মন্ত্রীর বাসা রয়েছ। এদিকে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীসহ সারা দেশে। সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ৩জনের মৃত্যুর সংবাদ জানিয়েছেন যুগান্তর প্রতিনিধি প্রতিবেদকরা। এরমধ্যে ঢাকায় একজন এবং মন্সিগঞ্জে ২জন।