জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা মনসা মন্দির আঙ্গিনায় নাট মন্দিরের ছাদে কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, অশোকসেন গ্রামের সুনীল সমদ্দারের পুত্র নির্মাণ শ্রমিক সঞ্জয় সমদ্দার (৩৫) সোমবার দুপুরে নাট মন্দিরের ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই মুমুর্ষ অবস্থায় সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর