৪ ঘণ্টা আগের আপডেট সকাল ৫:৪০ ; মঙ্গলবার ; মার্চ ২১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

মন্দিরের স্বর্ণ চুরি করে কবরস্থানে ফেলে গেল চোরেরা

Mahadi Hasan
৯:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

মন্দিরের স্বর্ণ চুরি করে কবরস্থানে ফেলে গেল চোরেরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের প্রাচীন একটি মন্দির থেকে গত ১৩ জানুয়ারি বেশ কিছু স্বর্ণালংকার চুরি হয়। ১৫ দিন পর ওই স্বর্ণ ফেলে রেখে যায় চোরেরা।

 

শুক্রবার একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ওই সব স্বর্ণ। ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বর্ণ চুরির ভিডিও ছড়িয়ে পড়ায় ও চোর শনাক্ত হওয়ায় স্বর্ণালংকারগুলি ফেলে রেখে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের পুরনো ধলঘাট ইউনিয়নের বুড়াকালী মন্দির। গত ১৩ জানুয়ারি গভীর রাতে ধলঘাট বুড়া কালী মন্দিরের তালা ও গ্রিল কেটে স্বর্ণ ও অনুমান ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এদিকে স্বর্ণ চুরির একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ ভিডিও থেকে চোরদের অনেকটা শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এরই মধ্যে শুক্রবার একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

 

এক ব্যক্তি নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে স্বর্ণ ও ইমিটেশন অলংকার দেখে পুলিশকে খবর দেয়। শুক্রবার উদ্ধারকৃত স্বর্ণালংকার যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৪ ভরি ৫ আনা ওজনের একটি স্বর্ণের তাজ, ১৭ ভরি ওজনের বেশকিছু রূপা পাওয়া যায়।

 

ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন জানিয়েছেন, মন্দির থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। পটিয়া থানার এসআই সনজয় ঘোষ জানিয়েছেন, কবরস্থান থেকে উদ্ধারকৃত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়েছে।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িতদের বিষয়ে অনেকটা নিশ্চিত হওয়া গেছে। তারা হয়ত রক্ষা পেতেই এসব স্বর্ণালংকার ফেলে গেছে। কিন্তু তাদের আইনের আওতায় আনা হবে।

দেশের খবর

আপনার মতামত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেলেন পটুয়াখালীর সন্তান ড. আবদুল মালেক  রাত ১টায় লাইনে দাঁড়িয়েও মেলেনি টিসিবির পণ্য!  বরিশালসহ ৮ বিভাগে ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস  বরগুনায় বাবা প্রধান শিক্ষক ছেলে সভাপতি  শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে শিক্ষাখাত এখন উন্নত-সমৃদ্ধ: এমপি শাওন  দুমকিতে শিশু বলাৎকার, ঘটনা আড়ালের চেষ্টা  রোজার আগেই কমলো সোনার দাম, রাত পোহালেই কার্যকর  বারবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শাকিব খানের!  চলন্ত প্রাইভেটকারের উপর ভেঙে পড়ল গাছ  ৬৪০ টাকা কেজিতে মিলবে গরুর মাংস