মরহুম কাউন্সিলরের স্মরণে লালমোহনে শোক সভা
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর মরহুম হেলাল উদ্দিন হাওলাদারের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লালমোহন পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হেলাল উদ্দিন ছিলেন দলের জন্য একজন নিবেদিত মানুষ।
তিনি দলের স্বার্থ রক্ষায় সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। একজন ন্যায় বিচারকও ছিলেন মরহুম হেলাল উদ্দিন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে লালমোহনবাসীর জন্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
বিভাগের খবর, ভোলা