মরিয়ম মান্নানের মাকে খুঁজে পাচ্ছে না পরিবারের সদস্যরা !
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের সাম্প্রতিক সময়ের আলোচিত রহিমা বেগম আবারও নিখোজ হয়েছেন ? কোথাও তাকে খুজে পাওয়া যাচ্ছেনা। তবে এ ব্যাপারে পুলিশ কিছুই বলতে পারছে না। আর রহিমা পরিবারের সদস্যরা বলছেন, কয়েক থেকেই তাকে পাওয়া যাচ্ছেনা।
তবে এলাকাবাসী মতে, আবারও রহিমা নাটক শুরু হয়েছে ! এদিকে সোমবার (১৭ অক্টোবর) খুলনা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআই কার্যালয়ে রহিমা বেগমের ছেলে মিরাজ আলী শাদী তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
রহিমা আবারও নিখোজ সম্পর্কিত প্রশ্নের জবাবে খুলনা পিবিআই’র পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, আদালতের নির্দেশে রহিমা তার মেয়ে আদুরীর জিম্মায় থাকার কথা।
এ ব্যাপারে তিনিই বলতে পারবেন রহিমা কোথায়। বিষয়টি আমরা জানিনা। আর রহিমার মেয়ে আলোচিত মরিয়ম মান্নান জানিয়েছেন, ভাই বোনের সিদ্ধান্তেই মাকে আমি ঢাকায় নিয়ে এসেছিলাম।
এখানে থাকার সময় আমি সাথে সাথেই থাকতাম। এক পর্যায়ে যখন তিনি থাকতে চাননি তখন তিনি আবার খুলনায় যান। আর ভাই আমাকে জানিয়েছে মা কোথাও চলে গেছে। আমি এ ব্যাপারে কোন আগ্রহ দেখায়নি। আমি তাকে খোঁজার আগ্রহ দেখাইনি।
জানা গেছে, খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা বনিক পাড়া থেকে গত ২৭ আগস্ট নিখোজ হয় রহিমা বেগম। এই ঘটনার পর তার মেয়ে আদুরী এটিকে অপহরণ আখ্যায়িত করে পরের দিন থানায় মামলা করেন।
আদালতের নির্দেশে পিআইবি তদন্তের দায়িত্ব নেয়। গত ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বোয়ালমারি থেকে রহিমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের কাছে থাকা বিভিন্ন তথ্যে এটা পরিস্কার হয় রহিমা নিখোজ নয়, আত্মগোপনে ছিলেন।
আর এর পেছনে ছিলো জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষকে ফাসানো। তবে আবারও রহিমা নিখোজ খবর ছড়িয়ে পড়লে এটিকে নাটক হিসেবে আখ্যায়িত করছেন রহিমা অপহরণ মামলার আসামী ও এলাকাবাসী।
জাতীয় খবর