পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় মশার উপদ্রপে হাজার হাজার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। অতিরিক্ত হারে মশার জন্ম হওয়ায় দিনের বেলায়ও এর আক্রমন থেকে রেহাই পাচ্ছে না মানুষ।
অনেকে বাসা-বাড়িতে মশা নিধন স্প্রে ব্যবহার করেও ঠেকাতে পারছে না এ আক্রমন। অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা এবং পৌরশহরের অফিস মহল্লা সংলগ্ন খাল আটকে মাসাধিক কাল ধরে কার্লভাটের কাজ করার জন্য পানি নষ্ট হয়ে র্দূগন্ধ ছড়ানোর পাশাপাশি ব্যাপকভাবে মশার সৃষ্টি হয়েছে বলে অনেকের আভিযোগ রয়েছে।’’
স্থানীয় লোকজন জানান- মশার এখন ভলোই উৎপাত শুরু হয়েছে। মশা নিধনে পৌর কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিৎ। এছাড়া মশার উৎপাত বেড়ে যাওয়ায় মশার কয়েলের চাহিদাও বেড়ে গেছে। প্রতিদিন শতশত মানুষ মশার আক্রমন ঠেকাতে মশার কয়েল কিনছেন বলে জানান।’’
অফিস মহল্লা এলাকার অধিবাসী মো.কবির তালুকদার জানান, বর্তমানে মশা লাখ লাখ নয়, কোটি কোটি। মশা নিধন ওষুধ স্প্রে করেও এদের আক্রমন ঠেকানো যাচ্ছে না।’’
কলাপাড়া পৌরসভার সচিব মো. মাসুম বিল্লাহ্ বরিশালটাইমসকে জানান- মশা নিধনে আপাতত কোন ব্যবস্থা পৌর কর্তৃক্ষের নেই। আগামীতে যাতে থাকে তার ব্যবস্থা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।’’
উত্তম কুমার হাওলাদার
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, পটুয়াখালি