১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যার প্রতিবাদে মধ্যরাতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ বেক্সিমকো গ্রুপ সালমানের বেপরোয়া ব্যাংক ঋণ যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এক সপ্তাহের রিমান্ডে ক্ষমতার প্রভাব বিস্তার করে ২৫ আত্মীয়-স্বজনকে চাকরি দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হারুন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালকসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যুর ঘটনায় আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল তজুমদ্দিনে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বরিশালের চার থানায় নতুন ওসি বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে গরম পানি ঢেলে দিয়েছে সাবেক ছাত্রদল নেতা

মসজিদে এসি চালু করায় মুয়াজ্জিনের বেতনের টাকা কাটলেন সভাপতি

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৮ অপরাহ্ণ, ০৩ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বায়তুর নুর পাড়া স্টেশন জামে মসজিদে নামাজের পূর্বে এসি চালু করায় মুয়াজ্জিনের বেতনের টাকা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, মসজিদের মুয়াজ্জিন আবু বক্কর গত শুক্রবার মাগরিবের নামাজের কিছু সময় আগে মসজিদের এসি চালু করেন। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোলতান আহামদ চৌধুরী বাদশা জানতে পারেন। তিনি তাৎক্ষণিক মসজিদের কোষাধ্যক্ষকে মুয়াজ্জিনের বেতন থেকে ৫শ টাকা কেটে নেওয়ার নির্দেশ দেন।

মসজিদের কোষাধ্যক্ষ নুরুল কবির সভাপতির নির্দেশমতে মুয়াজ্জিনের ৪ হাজার টাকা বেতন থেকে ৫শ টাকা কেটে রাখেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মুসল্লিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সভাপতির এমন আচরণের কঠোর সমালোচনাও করেন তারা।

মসজিদের মুয়াজ্জিন আবু বক্কর বলেন, নামাজের কিছুটা সময় আগে এসি ছাড়ায় আমার বেতন থেকে টাকা কর্তন করায় আমি দুঃখ পেয়েছি। এমনিতেই কম বেতনের চাকরিতে সংসার চালাতে কষ্ট হয়। আমার ওপর এটা অবিচার করা হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোলতান আহামদ চৌধুরী বাদশা বলেন, শুনেছি এসি ছেড়ে দিয়ে তিনি মসজিদে ঘুমিয়েছিলেন; তাই বেতন থেকে টাকা কর্তনের নির্দেশ দিয়েছি। তবে ক্ষমা চাইলে তা ফেরত দেওয়ার কথাও জানান তিনি।

65 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন