মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুনামগঞ্জের ছাতকে মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে সংঘর্ষে ঘটনায় লায়েক মিয়া (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরে থানার সামনে সুরমা নদীর খেয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লায়েক মিয়া পৌর শহরের মণ্ডলীভোগ গ্রামে মৃত আব্দুল মান্নান ময়না মিয়ার ছেলে ও সাবেক পৌর কাউন্সিলর। স্থানীয়রা জানান, ছাতকবাজারে লাল মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে সাবেক পৌর কাউন্সিলর লায়েক মিয়া ও একই গ্রামের তাজউদ্দিনের ছেলে আব্দুল কদ্দুছ শিবলুর মধ্যে বিরোধ চলে আসছে।
এ ঘটনার জের ধরে সুরমা নদীর খেয়াঘাট এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল কদ্দুছ শিবলুর নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে সাবেক কাউন্সিলর লায়েক মিয়ার মাথায় ও বুকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।
আহতাবস্থায় তাকে প্রথমে ছাতক সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে সিলেটের ওসমানী মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ শিবলুর বাবা ও দাদাকে আটক করেছে। এ ঘটনায় ওসি খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
দেশের খবর