মসজিদ নির্মাণের সময় পাওয়া গেল ৩৩ কেজি ওজনের তিন প্রত্নবস্তু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে মসজিদ পুনর্নির্মাণের জন্য খননকালে পাওয়া গেল ৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
খবর পেয়ে পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করেছে। উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক বস্তুগুলোর ওজন ৩৩ কেজি বলে জানা গেছে।শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ৩ জন নির্মাণ শ্রমিকের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার পারিবারিক পায়রাবন্দ জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের জন্য খনন কাজ চলছিল। গত সোমবার এ কাজের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
কাজ চলাকালীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তিনটি বস্তু পায় শ্রমিকরা। রহস্যজনক কারণে তারা বস্তুগুলো গোপনে নিজেদের কাছে রাখেন। একপর্যায়ে বিষয়টি প্রকাশ হলে ওই তিনটি বস্তু উদ্ধার করে পুলিশ। সেগুলো দেখতে সেখানে ভিড় জমায় উৎসুক মানুষ।
মসজিদ কমিটির মোতওয়াল্লি রাজু আহম্মেদ বলেন, কয়েকদিন আগে মসজিদটি পুনর্নির্মাণের জন্য কাজ শুরু করা হয়। খননের সময় ৩ জন শ্রমিক এসব পেয়েছিল। বিষয়টি প্রকাশ হলে পুলিশ সেগুলো উদ্ধার করে। তবে প্রকৃতপক্ষে এগুলো কী- তা এখনো কেউ স্পষ্ট নয়।
উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পারাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রে রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা সেগুলো রংপুর জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি।
দেশের খবর