১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মহাত্না অশ্বীনী কুমার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫০ অপরাহ্ণ, ২৭ আগস্ট ২০১৬

সত্য প্রেম আর পবিত্রতা

যার নাম অশ্বীনীকুমার মহাত্না।

মানবাত্নার তিনি এক সুমহান আসন

নৈতিকতায় ছিল তার সুশাসন।

জন্মিলেন সেই জোনাক এই চন্দ্রদ্বীপে

যার দ্যুতি ছড়িয়ে পড়ল সমস্ত ভূলোকে।

আধুনিক বরিশালের নির্মাতা-

মহাত্না অম্বীনীকুমার দত্ত

মানব সেবায় দান করলেন

জীবনের অর্জিত সকল স্বত্ব।

সংশ্রব লভিলেন তিনি স্বামী বিবেকানন্দের

গ্রহন করলেন   তিনি দীক্ষা অগ্নিমন্ত্রের।

অগ্নি নিয়ে করলেন শপথ অশ্বিনীকুমার দত্ত

ছাড়িয়ে যাবেন তিনি সাম্প্রদায়িকতার ক্ষুদ্র বৃত্ত।

করিতে সেবা মানবের তরে

সংসার জীবন দিলেন ছেড়ে

নিজ ঔড়ষে না জন্মিয়ে সন্তান

বরিশালবাসীকে করলেন নিজের আপনজন

বরিশালবাসী তাই এই মহাত্নারই সন্তান।

আজকে যেথায় দাড়িয়ে আছে-

সরকারী বরিশাল কলেজ ভবন

সেখানেই তো ছিল এই মহামানবের

স্বীয় স্বর্গীয় বাসভবন।

 

উপমহাদেশে দুজন মহাত্না

একজন মহাত্না গান্ধী, ভারত রত্ন

অপরজন হলেন চন্দ্রদ্বীপের-

মহাত্না অশ্বিীনীকুমার দত্ত।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে কোন এক দিন

বরিশালের পূণ্যভুমিতে মহাত্নাগান্ধীর-

কেটেছিল শুভ এক দিন।

ঐ শুভক্ষনে সাক্ষাত হল দুজন মহাত্নার

একে অপরকে জড়িয়ে ধরে-

দই মহাত্না হয়ে গিয়েছিলেন সেদিন একাকার।

বরিশাল ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূন্যভুমি

বাংলার ভেনিস বরিশাল তাই-

স্বাধীনতা সাহিত্যের এক তীর্থভুমি।

 

মৃত্যশয্যায় প্রশ্ন হল মহাত্না দত্তের তরে

যদি হয় পুনর্জন্ম তবে দেখব আপনাকে কিসের ভীড়ে ?

উত্তরে মোদের মহাত্না বললেন-

আবার আসিব ফিরে

বাংলার ভেনিসখ্যাত এই বরিশালবাসীর নীড়ে।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন