১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু পিরোজপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের শোকজের পরেও থামছে না বিদ্যালয়ের অনিয়ম, শোকজ করেই দায় সেরেছেন কর্মকর্তারা ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে অর্থঋন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পিরোজপুরে ১০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা মঠবাড়িয়ায় নকল ও ভেজাল কৃষি উপকরনের প্রভাব বিষয়ে সচেতনা সভা যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় যুবলীগের সুমন গ্রেপ্তার ভোলায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

মহিপুরে চোরাইকৃত মালামাল উদ্ধার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৮ অপরাহ্ণ, ২৬ অক্টোবর ২০২৪

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর আলীপুর থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। পরে এসব মালামাল বাদী ইব্রাহীমের জিম্মায় রাখা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) আলীপুর থ্রী পয়েন্ট এলাকার সিকদার এন্টারপ্রাইজ নামের একটি ভাঙ্গারী দোকানে বিক্রি করতে আসলে স্হানীয়রা এসব মালামাল আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় চোর চক্রটি পালিয়ে যায়।

পুলিশের চোরাইমালের বর্ণনায় দেখা যায়, লোহার এ্যাঙ্গেল ৩৫শ কেজি, এসএস পাইপ ৫শ কেজি, লোহার রড ২শ ৫০ কেজি, মটর ১ হর্স ২টা, বেকুর ব্যাটারী ২টা, পিভিসি পাইপ ৩ম ফিট, লোহার সাইনবোর্ড ২টা, বীজধান ১৫ মণ। তবে উদ্ধার করা হয়েছে লোহার এ্যাঙ্গেল বড় ৩৮ পিচ, লোহার এ্যাঙ্গেল ছোট ১৫ পিচ, পিভিসি পানির পাইপ ৮২ পিস।

বাদীর বর্ণনা মতে এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।পুলিশের উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছে মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি চুরির মামলা হয়েছে। কোর্টের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

87 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন