১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মহিপুর শ্রমিক দল সভাপতির সংবাদ সম্মেলন: ভুল বোঝাবুঝির অবসান

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৮ অপরাহ্ণ, ১৫ অক্টোবর ২০২৪

কুয়াকাটা প্রতিনিধি।। দলীয় নেতা কর্মীদের মধ্যে রাজনৈতিক কোন্দল নিরসন হয়েছে দাবি করে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় মহিপুর থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিন্টু ভদ্র বলেন, গত বৃহস্পতিবার আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন অভিযোগ এনে আমার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করেছেন।

যা মূলতঃ ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারাও জানতো না কি কারণে মিছিল করেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে।

পরে মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী বসে মিমাংসা করে দিয়েছেন। বর্তমানে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই।

এ প্রসঙ্গে মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ বলেন, সামান্য একটি বিষয় নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল।
যার ভেজ ধরে একটি মিছিল হয়েছিল। বিষয়টি আমরা জানতে পেরে ছানা নেতৃবৃন্দ বসে ফয়সালা করে দিয়েছি। এ বিষয় নিয়ে দলের মধ্যে কোন কোন্দল নেই।

প্রসঙ্গত: গত ১০ অক্টোবর দলীয় কোন্দলের জেরে পটুয়াখালীর মহিপুর থানা শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে দখল ও চাঁদা দাবীর অভিযোগে একটি বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। পরবর্তীতে তা বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করা হয়েছে।

117 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন