মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২)। তাদের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, খোকন ও ঝিলনসহ তিনভাই নৌকা নিয়ে শালদিঘা হাওরে মাছ ধরতে যান।
একপর্যায়ে ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাতে দুইভাই ঘটনাস্থলে মারা যান। আরেক ভাই আহত হন। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
দেশের খবর