বার্তা পরিবেশক, অনলাইন:: পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটভাটার জন্য মাটি খননের সময় তিন রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির খোসাসহ একটি পরিত্যক্ত বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মাটিয়ারপাড়া এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাটিয়ারপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বাবুর জমিতে মাটি খননের সময় পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি দেখতে পান শ্রমিকরা। পরে শ্রমিকরা দেবীগঞ্জ থানায় বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গুলিসহ বন্দুকটি থানায় নিয়ে যায়।
দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর আলী বলেন, বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বন্দুকটি কেউ পুঁতে চলে গেছে। তবে বিষয়টি তদন্ত চলছে।
দেশের খবর