৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩৪৬ রাউন্ড গুলি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ১৮ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: যশোরে মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো ৩৪৬ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি। পুলিশ এ গুলো জব্দ করেছে। বুধবার সকালে সদর উপজেলার মুনসেফপুর গ্রামের পথের বাজার এলাকায় একটি জমির মাটি খোড়ার সময় গুলিগুলো পাওয়া যায়।

মুনসেফপুর গ্রামের লোকজন জানিয়েছে, বুধবার সকাল ৯টার দিকে গ্রামের ইসহাক আলীর জমিতে মাটি কাটছিলেন ১০/১২জন শ্রমিক। এর মধ্যে শ্রমিক জমির হোসেন মাটি কাটার সময় কোদালে লোহার আঘাতের শব্দ পান। পরে মাটি খুঁড়ে দেখতে পান একটি মাটির ভাঙ্গা হাড়ি রাখা আছে। তার মধ্যে ৩৪৬ পিস টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি। খবর পেয়ে নরেন্দ্রপুর ক্যাম্পের পুলিশ সেখানে গিয়ে ওই গুলো জব্দ করে।

নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মর্তুজা জানিয়েছেন, গুলি উদ্ধারের সংবাদ পেয়ে মুনসেফপুর গ্রামের ইসহাক আলীর জমিতে গিয়ে তা দেখতে পাই। সেখানে রাখা একটি মাটির ভাঙা হাড়িতে গুলিগুলো রাখা ছিল। সব গুলিই নষ্ট হয়ে গেছে।

তিনি ধারনা করছেন, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। অথবা ওই এলাকায় যখন চরমপন্থীদের অবস্থান ছিলো, সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভয়ে গোপনে তারা ওই গুলি মাটির নিচে পুঁতে রাখতে পারে।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন