মাঠজুড়ে সবুজের সমারোহ, গড়ে উঠছে কৃষকদের সোনালী স্বপ্ন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: মাঠের পর মাঠ, একরের পর একর জমিতে যতদূর চোখ যায় দেখা মিলে কেবল সবুজের। এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, সবুজের সমারোহ। এমন চিত্র ভোলার লালমোহনের আমন ধান ক্ষেতের। এসব ক্ষেত ঘিরে দিনের পর দিন তিলে তিলে গড়ে উঠছে কৃষকদের সোনালী স্বপ্ন।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর লালমোহনে ২২ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। প্রায় ৩০ হাজার কৃষক এ ধান চাষ করছেন। বর্তমানে কৃষকরা ধান গাছের পরিচর্যা করে সময় পার করছে বলেও জানা গেছে। লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের জাহাজ মারা গ্রামের কৃষক ওবায়েদুল হক জানান, প্রতি বছরই আমন ধানের চাষ করি।
এবছরও প্রায় ৭২ শতাংশ জমিতে ধান চাষ করেছি। ধানের গাছ দিন দিন বড় হচ্ছে। এখন গাছের পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ করে সময় পার করছি। লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের আরেক কৃষক আবু তাহের বলেন, এ বছর ১৬০ শতাংশ জমিতে আমনের আবাদ করেছি। সারাদিন ক্ষেতের এসব ধানের জন্য কাজ করছি।
এ পর্যন্ত অন্তত ২৫ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি ভালো ফলন হলে সন্তোষজনক লাভবান হওয়া যাবে। এদের মত করে বর্তমানে ধানের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক মামুন মাল, খোকন মাল, বাসু দেবসহ উপজেলার কৃষকরা।
এব্যাপারে লালমোহন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব মোল্লা জানান, এবছর ক্ষেতে ধানের অবস্থা ভালো রয়েছে। আবহাওয়া পরিস্থিত ভালো থাকলে কৃষকরা তাদের কাক্সিক্ষত ফলন পাবে বলে মনে করছি।
বিভাগের খবর, ভোলা