বরিশাল: “শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের চাবিকাঠী” এমন স্লোগানে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বরিশাল নগরীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে নগরীর বান্দ রোডস্থ সিভিল সার্জন অফিস থেকে র্যালিটি বের হয়। পরবর্তীতে কাকলীর মোড় হয়ে বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র ব্রাউন কম্পাউন্ড রোড এ গিয়ে র্যালিটি সমাপ্ত হয়।
র্যালিতে বরিশাল সিভিল সার্জন ডা. এএফএম শফীউদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিলসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারি এ র্যালিতে অংশ নেন। র্যালি শেষে বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সিভিল সার্জনের সভাপতিত্বে বক্তাব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. যতীন চন্দ্র রায়, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল, স্প্রিং বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল অফিসার শরমিন সুলতানা, এসডিএফ’র জেলা প্রোগ্রাম ম্যানেজার আনোয়ারুল করিম, প্রুফস বাংলাদেশের জেলা সিনিয়র অফিসার রাজীবুল কাদের, ওয়াল্ড ভিশনের সিনিয়র টেকনিক্যাল অফিসার ফিলিপ, আরবান প্রাইমারি হেলথ কেয়ারের ম্যানেজার রিয়াজ উদ্দিন আহম্মেদ এবং শিখা প্রজেক্টের বিভাগীয় সমন্বয়কারী মো. জিয়াউল আহসান উল্লেখযোগ্য।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর