বরিশাল: বরিশাল নগরীতে মাদকসেবী কাউন্সিলর বাবার বন্ধু কাজল শরীফ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ছেলে। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চৌমথা এলাকায় ওই কাউন্সিলরের কার্যালয়ে সম্মুখে এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় রাতেই কাজল শরীফকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
রোববার বেলা ১১টার দিকে সেখানকার ডাক্তাররা জানিয়েছেন- চিকিৎসা পাওয়ার পরে তিনি পুরোপুরি আশঙ্কমুক্ত।
কাজল শরীফ বরিশাল নগরীর নগরীর ২৭নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা শাহ্ মো. মোসলেমের ছেলে। তবে তিনি স্থানীয় কাউন্সিলর রেজভী চৌধুরীর বন্ধু হিসেবে পরিচিত। পাশাপাশি সে ঠিকাদারি পেশায়ও নিয়োজিত রয়েছে।’
অভিযোগ রয়েছে- মাদকসেবী কাউন্সিলর রেজভীর মাদক সংগ্রহ করে দিতেন কাজল শরীফ। এ ঘটনায় কাউন্সিলরপুত্র বরিশাল সরকারি হাতেম আলী কলেজছাত্র প্রান্ত চৌধুরী ক্ষুব্ধ ছিলো তার ওপর।’
স্থানীয় সূত্র জানায়- কাউন্সিলর রেজভী চৌধুরী নেশা করে প্রায়শই তার রাতে স্ত্রীকে মারধর করতো। বিষয়টি জানাজানি হলে ছেলে প্রান্ত চৌধুরী তার বাবাকে মাদক এনে দিতে নিষেধ করে।
কিন্তু তা শুনে কাজল শনিবার রাতেও ইয়াবা সংগ্রহ করে দেন। আর সেগুলো কার্যালয়ের ভেতরে বসে সেবন করতে থাকেন কাউন্সিল রেজভী চৌধুরী। বিষয় ছেলে প্রান্ত চৌধুরী প্রত্যক্ষ করার পরে কাজলের সাথে তার বাকবিতান্ডা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে কাউন্সিলরপুত্র প্রান্ত চৌধুরী ১০ থেকে ১৫ জন সহযোগিকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কাজলের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা এলোপাতারি কুপিয়ে সড়কের ওপর ফেলে চলে যায়।’
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় কাজলকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
কিন্তু ঘটনার পরপর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর