বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৪১ পূর্বাহ্ণ, ১৫ মার্চ ২০১৬
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন জানান, সোমবার দুপুরে বাটারকান্দি এলাকা থেকে রমজান মিয়ার (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তার মা সালেহা বেগমকে আটক করা হয়েছে।
তিনি জানান, রমজান মিয়া মাদকের টাকা চেয়ে পরিবারের সদস্যদের মারধর করত। এছাড়া তার বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগ আসায় অতিষ্ঠ হয়ে পরিবার তাকে হত্যা করে বলে জানা গেছে।
ওসি আরো জানান, নিহতের মুখে রক্ত ও সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।