‘মাদক কে না বলুন’ শ্লোগান কে সামনে পিরোজপুরে পুলিশের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে জেলা পুলিশের উদ্যোগে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম নেতৃত্বে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ও বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের জনগণ।
র্যালি শুরুর আগে এক বক্তব্য পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম বলেন- মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের করাল গ্রাস থেকে দেশকে উদ্ধার করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
যারা মাদক সেবী ও বিক্রেতা তাদের স্বাভাবিক জীবনে ফিরে অসার আহবান জানিয়ে ডিআইজি বলেন, ইতোমধ্যে বিভাগের বিভিন্ন জেলায় বেশ কয়েকজন মাদক সেবী ও বিক্রেতা আত্মসমর্পণ করে। তাদের পুর্নবাসিতও করা হচ্ছে।’’
শিরোনামপিরোজপুর