ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে কমিউনিটি পুলিশিং এবং জঙ্গী-সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. জোবায়েদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এম এম মাহমুদ হাসান (পিপিএম-সেবা), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ইমারন আহম্মেদ, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ এবং দপদপিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মজিবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গী-সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকার আহবান জানিয়ে এদের দমনে সহয়তা করার আহবান জানান। পাশাপাশি মাদকের গডফাদারসহ সকল অপরাধীদের বিরেুদ্ধে পুলিশকে আরও কঠোর অবস্থানে থেকে নির্মুল করার হুঁশিয়ারী উচ্চরণ করেন তিনি।’
এ সময় তিনি মাদকের কুফল ও দন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন- মাদক-সন্ত্রাস ও জঙ্গীর ব্যাপারে জিরো টলারেন্সে পুলিশ। তাই সকলকে এ ব্যপারে সজাগ থাকার আহবান জানান তিনি।
এ সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।”
ঝালকাঠির খবর