ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিয়ে, মাদক ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এমএম মাহামুদ হাসান (বিপিএম সেবা)।
বিশেষ অতিথি ছিলেন,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো:ইমরান হোসেন, নলছিটি থানার পরির্দশ একেএম সুলতান মাহামুদ, ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা মো. ছিদ্দিকুর রহমান।
সভায় শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এমএম মাহামুদ হাসান ইভটিজিং, বাল্যবিয়ে, মাদক ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী গুরুত্বপুর্ণ আলোচনা করেন।
এবং এর কুফলও তুলে ধরেন তিনি।
ঝালকাঠির খবর