সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় অভিযান চালানোর সময় মাদক কারবারির হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৯টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির আহত কনেস্টেবল ইসমাইল মিয়াকে (২২) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে নির্ভরযোগ্য খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গোলাপ মিয়া নামের একজনকে আটক করা হয়। মদসহ গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাপ মিয়াকে থানায় নিয়ে আসার পথে এলাকার মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়।
এতে আহত হন পুলিশ সদস্য ইসমাইল মিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। মাদক কারবারির হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ গোলাপ মিয়া ও শাহ আলমকে গ্রেপ্তার করেছে। রাতে তাহিরপুর থানায় ১২ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ এসল্টসহ মাদক আইনে মামলা দায়ের হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
বিভাগের খবর