মাদক মামলায় ভোলার সিনিয়র সহকারী জজ (সাময়িক বরখাস্ত) জাবেদ ইমামকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার (০২ অক্টোবর) জামিন আবেদনের উপর শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার এ জামিন মঞ্জুর করেন।
২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের সামনে ৩৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন জাবেদ ইমাম।
এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার পরপরই জাবেদকে সাময়িক বরখাস্ত করা হয়।
২০১৩ সালের ২৭ আগস্ট জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ড দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। আদালতের এ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন জাবেদ ইমাম।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ সাজা বাতিল করে তাকে খালাস দেন।
রাষ্ট্রপক্ষ খালাসের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। তারই পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট আপিল বিভাগ জাবেদকে সাতদিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলে ১৪ আগস্ট তিনি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।
ওইদিন মামলার নথি না থাকায় আদালতে ২ অক্টোবর জামিন শুনানির জন্য দিন ধার্য করে জাবেদকে কারাগারে প্রেরণ করেছিলেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর, ভোলা