মাদক সেবনের টাকা না পেয়ে মায়ের মাথা ফাটাল ছেলে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : নেত্রকোনার মোহনগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে মারধর করে মাথা ফাটিয়েছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ছেলেকে ধরে থানায় দিয়েছে। এরপর মা হাফিজা বেগম নিজেই বাদী হয়ে ছেলের নামে থানায় মামলা করেছেন।
মাদকাসক্ত ছেলের নাম হৃদয় মিয়া (৩২)। তিনি উপজেলার পেরিরচর গ্রামের মৃত. আ. বারেকের ছেলে। এ মামলায় হৃদয় মিয়াকে আটক দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, সোমবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হৃদয় মিয়া নিয়মতি মাদক সেবন করেন। নেশার টাকা জোগাতেই এলাকায় চুরি করে বেড়ান। আর সেই টাকা জোগাড় করতে না পেরে মায়ের কাছে চায়। মা তার টাকার প্রয়োজন মিটাতে না পারলে প্রায়ই মা হাফিজা বেগমকে মারধর করে।
ভুক্তভোগী মা জানান, সোমবার বিকালে নেশার টাকার জন্য চাপ দেয়। এরপর টাকা দিতে না পারায় একপর্যায়ে মারধর শুরু করে। মারতে মারতে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে। পরে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী হাফিজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেয়। মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে।
এদিকে মাদকাসক্ত হৃদয়কে ধরে স্থানীয় এলাকাবাসী সন্ধ্যার দিকে থানায় নিয়ে সোপর্দ করে। পরে কিছুটা সুস্থ হয়ে রাতেই ছেলের নামে মামলা দেন মা হাফিজা বেগম।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নেশার টাকার জন্য হৃদয় প্রায়ই তার মাকে মারধর করে। সোমবার নেশার টাকার জন্য তার মাকে মেরে মাথা জখম করেছে। পরে এলাকাবাসী হৃদয়কে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় তার মায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দেশের খবর