মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে : মঈন খান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে নতুন করে বাকশাল কায়েম করেছে। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এই সরকারের দুর্নীতি-লুটপাটে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এরা উন্নয়নের নামে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। এই অপকর্মের জন্য মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মঈন খান। জিয়া মঞ্চের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাদের নিয়ে জিয়ার কবরে এই শ্রদ্ধা জানান তিনি।
ড. মঈন খান বলেন, একদফা দাবিতে আন্দোলন চলছে। চলমান জনসম্পৃক্ত আন্দোলনে এই সরকারকে বিদায় করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।এ সময় উপস্থিত ছিলেন- জিয়া মঞ্চের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন প্রমুখ নেতারা। পরে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা।
রাজনীতির খবর