৯ মিনিট আগের আপডেট সন্ধ্যা ৬:৩০ ; শুক্রবার ; মার্চ ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

মামলা অন্য আদালতে বদলির আবেদন ক্রিকেটার আল আমিনের

বরিশালটাইমস, ডেস্ক
৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

মামলা অন্য আদালতে বদলির আবেদন ক্রিকেটার আল আমিনের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পারিবারিক সহিংসতা আইনের মামলা ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত থেকে অন্য আদালতে বদলির আবেদন জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আল-আমিন হোসেন।

আজ রোববার তিনি আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী আগামী ২ নভেম্বর এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।

আবেদনে বলা হয়, খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো বিভাগের মধ্যে গত ১০ অক্টোবর থেকে চারদিনের খেলা শুরু হয়। খুলনা বিভাগে পেস বোলার হিসেবে আছেন আল-আমিন। এ কারণে গত ধার্য তারিখ ১২ অক্টোবর তিনি আদালতে হাজির হতে পারেননি।

এ জন্য সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করে আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আল-আমিনের ধারণা, সংশ্লিষ্ট আদালতে তিনি ন্যায় বিচার হতে বঞ্চিত হবেন।

এ জন্য তিনি আইনজীবীর মাধ্যমে মামলাটি সংশ্লিষ্ট আদালত থেকে চলমান কোনো বিচারিক আদালতে বদলির আবেদন করেন। গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান আল-আমিন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান। একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবি করে করেন মামলার বাদী।

ওইদিন মামলাটি আমলে নিয়ে ২৭ সেপ্টেম্বর আল আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল-আমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।

বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে পড়ালেখা করছে। বেশ কিছুদিন ধরে আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ প্রদান করেন না। এমনকি কোনো যোগাযোগও করেন না।

মামলায় আরও বলা হয়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে মারধর করেন।

ইসরাত জাহান ৯৯৯-এ নম্বরে করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান।

এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় যৌতুক আইনের একটি মামলাও হয়। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর আল-আমিন তার মায়ের মাধ্যমে জানান, ইসরাতের সঙ্গে সংসার করবে না এবং সন্তানদের ভরণপোষণ দেবেন না।

খেলাধুলার খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ  বরিশালসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  বাউফলে সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন  বরিশালে লঞ্চের কেবিন থেকে অর্ধ মণ গাঁজা উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ৪  গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম  কাশিমপুর কারাগারে নেয়া হলো সাংবাদিক শামসুজ্জামানকে  পিরোজপুরে গৃহস্থের সঙ্গে ধস্তাধস্তি: পিটুনিতে প্রাণ গেল চোরের  বরিশালে সড়কের পাশে জন্ম নেওয়া শিশুর ঠাঁই হলো বেবী হোমে  ‘শ্বশুরকে খাওয়াতে’ মুরগির ঠ্যাং, গিলা-কলিজাই ভরসা মোটরশ্রমিকের  ব্রয়লার মুরগির দাম ফের ঊর্ধ্বমুখী: দুইদিনের ব্যবধানে বাড়লো ৩০ টাকা!