বরিশাল নগরের পুরানপাড়া এলাকায় চার যুবককে মারধর করে সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের পুরানপাড়া মহামায়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এঘটনায় আহত স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শান্ত জানায়, তারা চারজন মিলে মোটরসাইকেল যোগে লাকুটিয়া জমিদার বাড়িতে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে পুরানপাড়া মহামায়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছালে অপরিচিত কয়েকজন যুবক তাদের গতিরোধ করেন। এসময় তাদের মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে স্থানীয়দের সহায়তায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তানিম, সৌরভ ও মহসিন নামে তিন জন চলে গেছেন।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর