মাসজুড়েই থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি মাসজুড়েই থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার (১৯ সেপ্টেম্বর) এর মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
তিনি গণমাধ্যমকে জানান, রোববারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। সাগরে লঘুচাপ সৃষ্টির পর তা ঘনীভূত হয়ে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি করে। ফলে আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহ শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
জাতীয় খবর