বরিশাল নগরীতে ভাড়া নিয়ে দ্বন্দ্বে ভ্যান চালককে মারধর করে জখম করার অভিযোগ পাওয়া গেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। আহত অবস্থায় পুলিশ সদস্যরা ওই চালককে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নগরীর বাংলা বাজার রিফুউজি কলোনীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে- বাংলাবাজার এলাকার জাকির ষ্টীল হাউজ থেকে ফাইল কেবিনেট কিনে আগৈলঝাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম। ভ্যানে করে রিফুউজি কলোনীর রহিমা ম্যানসনের বাসার সামনে পৌঁছে দেয়ার ২০০ টাকা ভাড়া নির্ধারণ করে চালক ফারুক।
কিন্তু বাসার সামনে পৌঁছে পুলিশ কর্মকর্তা শাহ আলম ৬০ টাকা দেয়। এ নিয়ে বিতন্ডার এক পর্যায়ে ফারুককে মারধর শুরু করে এসআই শাহআলম। ফারুকের মাথা দেয়ালের সাথে আঘাত করায় করে। এতে মাথা রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে কোতয়ালি মডেল থানার পুলিশ ফারুককে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
কিন্তু তারা ফারুকের সুচিকিৎসার ব্যবস্থা না করে চলে যায়। ঘটনাস্থলে যাওয়ায় কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন- ভ্যান চালককে ধাক্কা দেয়ায় দেয়ালের ওপর পড়ে। এতে দেয়ালের সাথে মাথায় আঘাত পায়। রক্তাক্ত জখম চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেয়া হয়। বিষয়টি সমাধান হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে এসআই মো. শাহ আলম বলছেন- ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। কিন্তু পরবর্তীতে বিষয়টি আপোষ মিমাংসা করা হয়েছে।’’
শিরোনামবরিশালের খবর