৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

মাহফুজ আনামকে বরিশাল আদালতে পুনরায় হাজিরের নির্দেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৯ অপরাহ্ণ, ২৯ মার্চ ২০১৬

বরিশাল: বরিশালে দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় সমন জারির পর নির্ধারিত দিনে আদালতে হাজির হতে পারেননি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অনুপস্থিত থাকায় বিচারক তাকে আগামী ১৭ এপ্রিল আদালতে হাজিরের জন্য পুনরায় নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বেলা একটার দিকে বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আবু বক্কর মামলার নথির বরাত দিয়ে জানান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন আওয়ামী পন্থী আইনজীবী কাইয়ুম খান কায়সার। ওই মামলায় তখন বিবাদীকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন বিচারক। নির্ধারিত দিন মঙ্গলবার আদালতে হাজির না হওয়ায় সময় পরিবর্তন করে আগামী ১৭ এপ্রিল আদালতে হাজিরের জন্য পুনরায় দিন ধার্য করেন বিচারক।

এছাড়া মাহফুজ আনামের বিরুদ্ধে একই অভিযোগে ১০০ কোটি টাকার মানহানির অপর একটি মামলা বরিশাল চিফ মহানগর বিচারিক আদালতে চলমান রয়েছে।

48 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন