নয় মাসের গর্ভবতী থাকা অবস্থাতেই ৩৩ বছর বয়সী নম্ভেলোসি নামের এক নারীর মৃত্যু হয়। তবে তার গর্ভের শিশুটিও তার সঙ্গে মারা যায়।
সেই নারীর মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি ‘ফিউনেরাল হাউস’এ রাখা হয়। ১০ দিন পর সেখানকার কর্মীরা ওই নারীর মরদেহে বাক্সের মধ্যে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে দেখতে পায়। তবে ভূমিষ্ঠ হওয়া সন্তানও মৃত। গত শনিবার দক্ষিণ আফ্রিকায় এ ঘটনা ঘটেছে।
শনিবার কফিনের মধ্যে থাকা মা ও সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
নম্ভেলোসির মা মান্দাজালা বলেন, আমাদের মেয়ের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। আমি এমনিতেই আমার মেয়ের মৃত্যুতে কষ্টে আছি। এরপর যখন তার মৃত সন্তান প্রসবের খবর শুনি তখন আমি কষ্টে কুঁকড়ে যাই।
তিনি বলেন, আমি ২০ বছরের বেশি সময় ধরে ফিউনেরাল হাউসের ব্যবসায় আছি। কিন্তু ইতিপূর্বে আমি এমন ঘটনা দেখিনি।
বিশেষ খবর