মির্জাগঞ্জে আ.লীগের সহ-সভাপতি অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শামীম আহমেদকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার মাধবখালি ইউনিয়নের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম উপজেলার মাধবখালি ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল আজিজ মৃধার ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানা পুলিশের এএসআই নাসিমের নেতৃত্বে একটি টিম নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলা ও যুগ্ম দায়রা জজ আদালতের ২০১২ সালে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামি শামীম আহমেদকে আটক করেন।
মির্জাগঞ্জ থনার ওসি মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামি শামীম। বুধবার সকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাছানো হয়েছে।
পটুয়াখালি, বিভাগের খবর